Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ১৪ মে ২০২১ ||  চৈত্র ৩১ ১৪২৮ ||  ০১ শাওয়াল ১৪৪২

ব্লক মার্কেটে ৭৭ কোটি ৪১ লাখ টাকা লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ৪ মে ২০২১  
ব্লক মার্কেটে ৭৭ কোটি ৪১ লাখ টাকা লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার (৪ মে) ৭৭ কোটি ৪১ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সবেচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে প্রভাতী ইন্স্যুরেন্সের ২৯ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ মার্কেটে লেনদেনে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। কোম্পানিটির ৬ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫ কোটি ৮০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে আছে ইস্টার্ন ইন্স্যুরেন্স।

ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে আমান কটনের ৩০ লাখ ৬৭ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ৩২ লাখ ৫৯ হাজার টাকার, এসোসিয়েটেড অক্সিজেনের ১০ লাখ ১০ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৫ কোটি ৭০ লাখ ৯০ হাজার টাকার, বিবিএস ক‌্যাবলসের ৮ লাখ ৯৯ হাজার টাকার, বেক্সিমকোর ২ কোটি ৩৭ লাখ ৫১ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক‌্যাবলসের ৬৮ লাখ ৪০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৯৪ লাখ ২ হাজার টাকার, সিটি ব্যাংকের ৪৬ লাখ ২৫ হাজার টাকার, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ৭ লাখ ২৬ হাজার টাকার, ডরিন পাওয়ারের ১৬ লাখ ৮৫ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৫ লাখ ১ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৪১ লাখ ৯১ হাজার টাকার, গ্রামীণফোনের ৫০ লাখ ৭০ হাজার টাকার, কে অ্যান্ড কিউ’র ১৩ লাখ ৯৭ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২২ লাখ ৪৪ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৮৭ লাখ ৫০ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ৩২ লাখ ২৩ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৪ কোটি ৫৫ লাখ ৬২ হজার টাকার, আরডি ফুডের ২ কোটি ৯৩ লাখ ৬১ হাজার টাকার, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১ কোটি ৩ লাখ ৩৮ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ৬ লাখ ১৭ হাজার টাকার, সিলকো ফার্মার ২ কোটি ৬০ লাখ ৯৬ হাজার টাকার, সিমটেক্সের ২৬ লাখ ৬০ হাজার টাকার, সিঙ্গার বিডির ৮ লাখ ৬৩ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৪৯ লাখ ৭০ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ১৫ লাখ ২১ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংকের ৪৪ লাখ ৫৭ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৫৫ লাখ ৯০ হাজার টাকার এবং এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়