Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৭ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৩ ১৪২৮ ||  ২০ রবিউস সানি ১৪৪৩

ভাওয়াল হাফ ম্যারাথনে অংশ নিলেন দেশবিদেশের সাড়ে চারশ দৌড়বিদ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ২৬ নভেম্বর ২০২১   আপডেট: ০৯:৩৪, ২৬ নভেম্বর ২০২১
ভাওয়াল হাফ ম্যারাথনে অংশ নিলেন দেশবিদেশের সাড়ে চারশ দৌড়বিদ 

শেষ হলো গাজীপুরের স্থানীয় সংগঠন ভাওয়াল রানার আয়োজিত ভাওয়াল হাফ ম্যারাথন-২০২১। এতে দেশ বিদেশের ৪৫০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। 

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৬ টা থেকে গাজীপুর কালিয়াকৈর উপজেলার পলাশতলী গ্রাম থেকে ম্যারাথন শুরু হয়। 

ম্যারাথন অনুষ্ঠিত হয় দুই ক্যাটাগরিতে। একটি ২১.১ কিলোমিটার ও আরেকটি সাড়ে ৭ কিলোমিটার। পলাশতলী মাঠ থেকে দৌড় শুরু হয়ে স্থানীয় ফকির মার্কেট হয়ে আবারও পলাশতলী মাঠে এসে শেষ হয়। 

এই ম্যারাথনে যিনি প্রথম হয়েছেন তিনি ২১.১ কিলোমিটার অতিক্রম করেছেন ১ ঘন্টা ১৩ মিনিটে। ৬ টায় দৌড় শুরু করে ৭ টা ১৩ মিনিটে ফিরে এসেছেন।

আগের দিন এই ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিযোগীরা অংশগ্রহণ নিশ্চিত করে। পরে বিকেলেই প্রতিযোগীরা মাঠে এসে রাত্রি যাপন করে। এতে আশপাশের বিভিন্ন বয়সের মানুষসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ৮টি দেশের ২২ জন দৌড়বিদ অংশ নেন। এ প্রতিযোগিতাকে সামনে রেখে ওই এলাকায় একটি ভিন্ন রকম আমেজ তৈরি হয়।

আয়োজকেরা জানান, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ার জন্য আমাদের এই আয়োজন। দৌড় শুধু আমাদের শরীরের জন্যই ভালো না, এটা আমাদের মানসিকভাবেও রাখে উজ্জীবিত। আমাদের এই প্রতিযোগিতায় ৮ টি দেশের ২২ জন দৌড়বিদসহ দেশের সাড়ে চারশো প্রতিযোগী অংশগ্রহণ করে। আমরা আগামীতে আরও বড় আয়োজন করবো।

গাজীপুর/রেজাউল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়