RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১০ ১৪২৭ ||  ০৭ রবিউস সানি ১৪৪২

লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল উত্থাপনের পক্ষে রায়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল উত্থাপনের পক্ষে রায়

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল উত্থাপনের পক্ষে রায় হয়েছে।

বিরোধী দলগুলোর তীব্র আপত্তি ও দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও সোমবার এ বিল উত্থাপনের পক্ষে রায় হয়।

আল জাজিরা ও ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, লোকসভায় সমর্থন পাওয়ার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে এই বিল উত্থাপন করেন।

অমিত শাহ দেশটির ছয় দশকের পুরোনো নাগরিকত্ব বিষয়ক আইনের সংশোধন করে প্রস্তাবিত বিলটি লোকসভায় পেশ করলে প্রধান বিরোধী দল কংগ্রেসেসহ অন্যান্যরা তার বিরোধীতা করে।

দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল (সিএবি) নামে ওই বিলের মাধ্যমে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের সংশোধন করা হবে। সোমবার দুপুরে লোকসভায় বিল উত্থাপন করা হবে কিনা এমন প্রস্তাব করা হলে এর পক্ষে ২৯৩ এবং বিপক্ষে ৮২ জন ভোট দেন। ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা ৫৪৩ আসনবিশিষ্ট। ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন ৩৭৫ আইনপ্রণেতা।

 

ঢাকা/এনএ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়