ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারত ম্যাচে কোহলির বিরতি নেওয়া উচিত হবে না: গাভাস্কার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ৮ মে ২০২২  
ভারত ম্যাচে কোহলির বিরতি নেওয়া উচিত হবে না: গাভাস্কার

ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। তাকে ফর্মে দেখতে নানা জনের নানা পরামর্শ। তবে বেশিরভাগ মানুষ বলছে, কিছুদিনের জন্য বিশ্রাম নেওয়া উচিত ডানহাতি ব্যাটসম্যানের। ব্যাটিং গ্রেট সুনীল গাভাস্কার অবশ্য বললেন, সেই ছুটিটা যেন জাতীয় দল থেকে না নেন ৩৩ বছর বয়সী তারকা।

এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলছেন কোহলি। ব্যাটিংয়ে রান পেতে নেতৃত্বের বোঝা কাঁধ থেকে নামালেও সুবিধা করতে পারছেন না। ১২ ম্যাচে মাত্র ২১৬ রান তার। সর্বোচ্চ ৫৮ রান, সেটাও পেয়েছেন ৯ ম্যাচ পর।

এই অবস্থায় কোহলিকে ফর্ম ফিরে পেতে বেশ কিছু সময় মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। কিন্তু গাভাস্কারের অভিমত, ভারত ম্যাচগুলো থেকে বিরতি নেওয়া উচিত হবে না ডানহাতি ব্যাটসম্যানের। বরঞ্চ আইপিএল থেকে বিশ্রাম নেওয়া উচিত তার।

রোববার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চলতি আইপিএলে তৃতীয় গোল্ডেন ডাক মারার পর কোহলিকে নিয়ে গাভাস্কার বললেন, ‘যতদিন দরকার বিরতি মানে যেন এটা না হয় যে, সে ভারতের ম্যাচগুলো মিস করছে। ভারত ম্যাচগুলো তার এক নম্বর অগ্রাধিকার হওয়া উচিত। এটা সহজ কথা। আমি মনে করি বিষয়টা হলো আপনি যদি না খেলেন, তাহলে কীভাবে ফর্ম ফিরে পাবেন?’

প্রশ্নটির উত্তর নিজেই দিয়েছেন গাভাস্কার, ‘চেঞ্জ রুমে বসে থাকলে ফর্ম ফিরে পাবেন না। যত বেশি খেলা, ফর্মে ফেরার সুযোগ ততই পাবেন।’

এই বছর ইংল্যান্ড সফর করবে ভারত, এছাড়া আছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন গুরুত্বপূর্ণ বছরে ভারত চায় কোহলি ফর্মে ফিরুক এবং রান করুন দেশের জন্য- বললেন গাভাস্কার, ‘আপনি গোট ভারতকে জিজ্ঞাসা করুন, ভারতের প্রত্যেকে যারা খেলা দেখে তারা বলবে, ‘আমরা ভারতের জন্য ফর্ম চাই’। ঠিক? সুতরাং ভারতের কোনো ম্যাচে আপনি বিশ্রাম নিতে পারেন না। আপনি চাইবেন কোহলি ভারতের হয়ে রান করতে শুরু করুক। আমরা সবাই সেটা চাই।’

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হাফ সেঞ্চুরি করেছিলেন কোহলি। তারপর ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ও শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ছিলেন না। তারপর দ্বীপরাষ্ট্রটির বিপক্ষে টেস্ট সিরিজে ফেরেন। কোহলির এই বিরতি নেওয়া ঠিক হয়নি মনে করেন গাভাস্কার, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছিল সে এবং পরে টি-টোয়েন্টি ম্যাচ থেকে সরে দাঁড়ালো, আমি যা বিশ্বাস করি। তখন সে রান পাচ্ছিল এবং দেখে ভালো মনে হচ্ছিল। তার খেলা চালিয়ে যাওয়ার অনেক কারণ ছিল। কিন্তু সে দলে জায়গা পায়নি কিংবা নিজে সরে দাঁড়িয়েছে, যেটাই হোক। আমরা সবাই দেখতে চাই, সে আবারো বড় রান করতে পারছে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়