ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভিয়েনা গ্রহণ না করা কূটনীতিক তৌহিদুলের প্রশংসায় পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ২১ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৮:০৪, ২১ জানুয়ারি ২০২৩
ভিয়েনা গ্রহণ না করা কূটনীতিক তৌহিদুলের প্রশংসায় পররাষ্ট্রমন্ত্রী

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. তৌহিদুল ইসলামের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘‘তিনি ‘ভেরি গুড অফিসার’ এবং ‘তুখোড় ছেলে’।’’

তৌহিদুল ইসলামকে ভিয়েনায় (অস্ট্রিয়া) রাষ্ট্রদূত নিয়োগের প্রস্তাব নাকচ করার পেছনে তার মন্ত্রণালয়ের সহকর্মীরা জড়িত দাবি করে তিনি বলেন, ‘আমি যদ্দিন আছি, আই উইল ডিফেন্স হিম।’

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে সিলেটের চাঁনপুর এলাকায় সুরমা নদীর খনন কাজের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কিন্তু তার (তৌহিদুল) শত্রু আছে। সে যখন মিলানে কনসাল জেনারেল ছিল, তখন কোনো একটা মেয়েকে তার পেছনে লাগিয়ে দিয়ে একটা কেলেঙ্কারির চেষ্টা করা হয়। তখন তাকে সাসপেন্ড করা হয়, অনেক ইনভেস্টিগেশন করা হয়। সরকারের অনেক টাকা খরচ হয়। পরে দেখা যায় একেবারে বানোয়াট। এরপর তার প্রমোশন হয়, অ্যাম্বাসেডর হন। এখন তার বিরুদ্ধে আবার লাগছে একদল, তারই বন্ধুবান্ধব হবে। আর না হয় পত্রিকায় এগুলো গেল কীভাবে? হি ইজ অ্যা ভেরি গুড অফিসার। আমি যদ্দিন আছি, আই উইল ডিফেন্স হিম।’

উল্লেখ্য, গত বছরের জুলাই থেকে অস্ট্রিয়ার ভিয়েনা মিশনে বাংলাদেশের রাষ্ট্রদূতের পদ শূন্য। এ পদে কূটনীতিক মো. তৌহিদুল ইসলামকে রাখতে চায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রস্তাবনা ভিয়েনায় পাঠানো হয়। কিন্তু অস্ট্রিয়া সরকার রাষ্ট্রদূত হিসেবে তৌহিদুল ইসলামকে গ্রহণ করতে রাজি হয়নি।

গত ১৯ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী মোমেন অস্ট্রিয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠি লিখেন। তিনি তৌহিদুলকে গ্রহণ করতে অনুরোধ জানান। কিন্তু এরপরও ভিয়েনা থেকে তৌহিদুলকে রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করা হয়নি।

নূর/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়