RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২৭ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৩ ১৪২৭ ||  ১০ রবিউস সানি ১৪৪২

ভেঙে যাচ্ছে পাখির সংসার?

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভেঙে যাচ্ছে পাখির সংসার?

মধুমিতা সরকার

বিনোদন ডেস্ক: ভারতীয় টেলিভিশন অভিনেত্রী মধুমিতা সরকার। স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়! এবার সেই পাখির সংসারে ভাঙনের সুর বেজে উঠেছে।

২০১৫ সালের জুলাইয়ে পরিচালক, প্রযোজক ও অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন মধুমিতা। দীর্ঘ চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন তারা।

ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন মধুমিতা ও সৌরভ। সমঝোতার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে এ দম্পতির বিবাহবিচ্ছেদের গুঞ্জন টিনসেল টাউনে ভেসে বেড়াচ্ছে।

‘সবিনয় নিবেদন’ নাটকের সেটে প্রথম পরিচয় সৌরভ-মধুমিতার। তারপর তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ‌ দিন চুটিয়ে প্রেম করার পর সংসার পাতেন এই দম্পতি।

‘কুসুম দোলা’ ধারাবাহিক নাটকে সর্বশেষ দেখা যায় মধুমিতা সরকারকে। অন্যদিকে ‘চরিত্রহীন টু’ নামে একটি ওয়েব সিরিজে সর্বশেষ অভিনয় করেন সৌরভ চক্রবর্তী।


রাইজিংবিডি/ঢাকা/৫ সেপ্টেম্বর ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়