ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভোমরা দিয়ে টানা ৫ দিন পেঁয়াজ আসা বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৩:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২০
ভোমরা দিয়ে টানা ৫ দিন পেঁয়াজ আসা বন্ধ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে টানা পাঁচদিন ভারত থেকে পেঁয়াজের কোনো ট্রাক আসেনি।

এর আগে সর্বশেষ শনিবার (১৯ সেপ্টেম্বর) এই স্থলবন্দর দিয়ে পেঁয়াজের ট্রাক দেশে আসে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)  বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা সিঅ‌্যান্ডএফ এজেন্টস অ‌্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম।

আমদানিকারকরা জানিয়েছেন, গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত যে সব পেঁয়াজবোঝাই ট্রাকের কাগজপত্র প্রস্তুত আছে, সেগুলো  ভোমরাবন্দর দিয়ে দেশে আসবে।  এর আগে, নিষেধাজ্ঞার কারণে পেঁয়াজবোঝাই কিছু ট্রাকগুলো ওপারে আটকা ছিল।  এরমধ‌্যে ৪৩ ট্রাক পেঁয়াজ  দেশে এলেও বৃষ্টিতে ভিজে পচে যায়।  এর ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন।

বর্তমানে সাতক্ষীরার খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৭০ টাকা বিক্রি হচ্ছে বলে জানান ব‌্যবসায়ীরা।  তারা জানান,  দেশি পেঁয়াজ কেজি প্রতি ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৭০ টাকা ও দেশি পেঁয়াজ কেজি প্রতি ১০০ টাকা বিক্রি হচ্ছে।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, আজ  সকাল ১১টা পযর্ন্ত বন্দর দিয়ে কোন পেঁয়াজবাহী ট্রাক ভারত থেকে দেশে প্রবেশ করেনি। তবে, পেঁয়াজ আমদানি না হলেও অন্যান্য পণ‌্যবাহী ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করেছে।

শাহীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়