ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভয় দেখাতে গিয়ে বিষ পান: প্রাণ গেলো ২ বোনের 

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ৩ মার্চ ২০২১   আপডেট: ২০:২৭, ৩ মার্চ ২০২১
ভয় দেখাতে গিয়ে বিষ পান: প্রাণ গেলো ২ বোনের 

কীটনাশক পানে পরিবারের সদস্যদের ভয় দেখাতে গিয়ে বৃষ্টি (১৯) ও প্রীতি (১৮) নামের দুই চাচাত বোনের মৃত‌্যু হয়েছে। 

বুধবার (৩ মার্চ) সকালে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত‌্যু হয়।

এর আগে মঙ্গলবার (২ মার্চ) গভীর রাতে বাগেরহাটের চিতলমারীর আড়ুয়া বর্ণি গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

প্রীতি বেগম (১৮) যশোর সদর উপজেলার দেলোয়ার খানের স্ত্রী ও চিতলমারী উপজেলার কাননচক গ্রামের হাকিম খানের মেয়ে। অন্য বোন বৃষ্টি বেগম (১৯) আড়ুয়া বর্ণি গ্রামের শামীমের স্ত্রী ও কাননচক গ্রামের জাকির খানের মেয়ে। নিহত দুইজন সম্পর্কে আপন চাচাত বোন। 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, ‘দুই বোনের মৃত‌্যুর ঘটনায় গোপালগঞ্জ থানায় একেটি অপমৃত্য মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।’ 

তিনি আরও বলেন, ‘পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে বৃষ্টি ও প্রীতি সমবয়সী। তারা সবসময় একসঙ্গে চলাফেরা করত। পারিবারিক কলহের জেরে ভয় দেখানোর উদ্দেশ্যে প্রীতি বিষ খাওয়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে পরামর্শ করে দুই বোন একসঙ্গে বিষ পান করে।’

টুটুল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়