Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ১৪ মে ২০২১ ||  চৈত্র ৩১ ১৪২৮ ||  ০১ শাওয়াল ১৪৪২

‘মনপুরা’ সিনেমার নায়িকার সঙ্গী শাহেদ

প্রকাশিত: ১৪:২৮, ৪ মে ২০২১  
‘মনপুরা’ সিনেমার নায়িকার সঙ্গী শাহেদ

বিজ্ঞাপনচিত্রের একটি দৃশ‌্য

‘মনপুরা’ খ্যাত অভিনেত্রী ফারহানা মিলি। খুব একটা দেখা মিলে না তার। এবার অভিনেতা শাহেদ শরীফ খানের সঙ্গে জুটি বেঁধে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন তিনি।

অনলাইন মার্কেট প্লেস ‘ইভুবন’-এর বিজ্ঞাপনে দেখা যাবে তাদের। গত ২ এপ্রিল ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। এটি পরিচালনা করেছেন মাহমুদুল্লাহ সোহাগ।

এ প্রসঙ্গে মিলি বলেন, ‘অনেকদিন পর একটা কাজ করলাম। শাহেদ ভাই ও আমার এই কাজটি ভালো লাগবে মানুষের। সুন্দর একটা গল্প আছে এতে।’

ইভুবনের কর্ণধার দেলোয়ার আহমেদ বলেন, ‘অনলাইনের মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও কাজ করা যায়। তাই ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহককে সঠিক সময়ে সঠিক পণ্য সঠিক মূল্যমান নির্ধারণ করে দেশ ও দেশের বাইরে সুনামের সঙ্গে ব্যবসা করতে চাই। সে কারণেই এই বিজ্ঞাপনটি নির্মাণ করা।’

দেশের বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইনে শিগগির বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে।  

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়