ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মন্ত্রী নয়, সন্তান হিসেবে বাবার বিচার দেখে যেতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ১৯ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৪:৪০, ১৯ জানুয়ারি ২০২৩
মন্ত্রী নয়, সন্তান হিসেবে বাবার বিচার দেখে যেতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

মন্ত্রী হিসেবে নয়, একজন সন্তান হিসেবেই বাবা আহসান উল্লাহ মাস্টারের বিচার দেখে যেতে চান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ হাসান রাসেল।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সচিবালয়ের গণমাধ‌্যম কেন্দ্রে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব‌্যক্ত করেন।

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাসউদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল আনোয়ার (ডন)।

জনপ্রিয় রাজনীতিক আহসান উল্লাহ খান মাস্টারের হতাকাণ্ডের বিচার শেষ হবে এমন আশাবাদ ব‌্যক্ত করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, রাতের অন্ধকারে নয়, দিনদুপুরে প্রকাশ‌্য আমার বাবাকে নৃশংস ভাবে হত‌্যা করা হয়েছে। যারা হত‌্যা করেছেন তারা প্রকাশ‌্য ঘুরবেন তা হতে পারে না।

নিম্ন আদালতে জড়িতদের ফাসির আদেশ দিয়ে মামলার রায় হয়েছে। কিন্তু আমরা উচ্চ আদালতে জড়িত সবার বিচারের জন‌্য আপিল করেছি।

আপিল কী অবস্থায় আছে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিচারাধিন রয়েছে। আমরা আপিল করেছি। আশা করছি, সিরিয়াল জটিলতায় যেনো সেটি আটকে না থাকে। দ্রুত শুনানির মাধ‌্যমে মহামান‌্য আদালত পূর্ণাঙ্গ রায় বাস্তবায়নের মাধ‌্যমে জড়িতদের শাস্তি নিশ্চিত করবে।

‘মন্ত্রী হিসেবে নয় সন্তান হিসেবে এই সরকার আমলেই বাবার হত‌্যাকারীদের বিচার দেখে যেতে চাই।  আশা করছি তাদের ফাঁসি দেখে যেতে পারবো। আমার পরিবার কিছুটা হলেও শান্তি পাবে।
 

/নঈমুদ্দীন/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়