ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ১৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:০০, ১৯ সেপ্টেম্বর ২০২০
মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী রিমান্ডে

গ্রেপ্তার আসামিরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের মামলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড স্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আট কর্মকর্তা-কর্মচারীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলম শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের পাঁচদিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। তিতাস গ্যাসের ফতুল্লা অঞ্চলের সাময়িক বরখাস্ত হওয়া চার কর্মকর্তাসহ আটজনকে আজ সকালে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ।  

আইনজীবী সুলতান মাহমুদ বলেন, শুনানি শেষে আট আসামির জামিন আবেদন নাকচ করে দিয়ে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

এই আট কর্মকর্তা-কর্মচারী হলেন, তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মাহামুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া ও কর্মচারী মো. ইসমাইল প্রধান।  

নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, শুধু তিতাস গ্যাস কোম্পানির নয়, এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। এর সুষ্ঠু তদন্ত করা হবে যেন কারো অবহেলায় এমন ঘটনা আর না ঘটে।

গত ৪ সেপ্টেম্বর ফতুল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ৩৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে। এখনও আশঙ্কাজনক অবস্থায় ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

রাকিব/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়