ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মসজিদে বিস্ফোরণ: ৬ দফা দাবিতে নিহতদের পরিবারের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ২১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:৫৭, ২১ সেপ্টেম্বর ২০২০
মসজিদে বিস্ফোরণ: ৬ দফা দাবিতে নিহতদের পরিবারের স্মারকলিপি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা ছয় দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন। 

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনের কাছে স্মারকলিপি দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন নিহত ইমাম আব্দুল মালেকের ছেলে নাইম, নিহত ইব্রাহিম বিশ্বাস ছেলে শাহাজাদা, নিহত বাহার উদ্দিনের ছেলে ফয়সাল প্রমুখ। 

গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আশঙ্কাজনক অবস্থায় চারজন চিকিৎসাধীন রয়েছেন। 

স্মারকলিপিতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এককালীন আর্থিক সহায়তা দেওয়া, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াসহ ছয় দফা দাবি উল্লেখ করা হয়।  

এদিকে, মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের চার কর্মকর্তাসহ আট কর্মকর্তা-কর্মচারীর দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে সিনিযর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবতাবুজ্জামান তাদের জামিন দেন। 

রাকিব/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়