ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মানিকগঞ্জে আরও ৫০ জন করোনায় আক্রান্ত

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৯, ২৭ আগস্ট ২০২০   আপডেট: ০৬:৪৭, ২৮ আগস্ট ২০২০
মানিকগঞ্জে আরও ৫০ জন করোনায় আক্রান্ত

মানিকগঞ্জে আরও ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৫০ জন। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের মেডিক‌্যাল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা। 

বন্যা জানান, ১৮, ১৯, ২৩, ২৪ ও ২৫ আগস্টে করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানো ২৫২টি নমুনার ফলাফল বৃহস্পতিবার সন্ধ্যায় পাওয়া গেছে। এদের মধ্যে ৫০ জনের করোনায় পজিটিভ রিপোর্ট এসেছে।

এর মধ‌্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ২৯ জন, সাটুরিয়ায় চার জন, সিংগাইরে আট জন, ঘিওরে এক জন, হরিরামপুরে দুজন, দৌলতপুর ও শিবালয় উপজেলায় তিন জন করে রোগী রয়েছেন। 

জেলায় মোট আক্রান্ত এক হাজার ১৫০ জন রোগীর মধ্যে ৯১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন বলেও জানান বন‌্যা।

চন্দন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়