ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মানিকগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩০, ২৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৩:৩০, ২৭ ফেব্রুয়ারি ২০২১
মানিকগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর)  বিকেলে গিলন্ড বাজারে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।

আসাদুজ্জামান রুমেল জানান, মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড বাজারে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির দায়ে ছোয়া কসমেটিকস এর মালিককে তিন হাজার এবং একই বাজারের বিসমিল্লাহ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি৷

এছাড়া কেউ পণ্য বা সেবা ক্রয় করে প্রতারিত হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ে অথবা হটলাইন ১৬১২১ নম্বরে যোগাযোগ করার আহবান জানান।

জাহিদুল হক চন্দন/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়