ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাভাবিপ্রবিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভিন্ন আয়োজন

মাভাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ২৭ মার্চ ২০২১  
মাভাবিপ্রবিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভিন্ন আয়োজন

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস-২০২১ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। 

শুক্রবার (২৬ মার্চ) কাম ফর রোড চাইল্ড (সিআরসি), মাভাবিপ্রবি শাখার পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে অধ্যাপক ড.  এ এস এম সাইফুল্লাহ, অধ্যাপক ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, অধ্যাপক ড. পিনাকী দে-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে সিআরসির সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘বিশ্ব জাহানে সবচেয়ে মুগ্ধকর এবং আকর্ষণীয় হলো শিশুদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনা। এই সম্ভাবনা ও প্রতিভাকে ফুটিয়ে তোলার জন্যই আমাদের খুদ্র আয়োজন। স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে প্রতিবারের ন্যায় এবারেও এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়।’

শুভ দে/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়