ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মালিকরা শ্রম আইনের তোয়াক্কা করছেন না: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ২৫ সেপ্টেম্বর ২০২০  
মালিকরা শ্রম আইনের তোয়াক্কা করছেন না: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মহামারির মধ্যেও শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে দেশে উৎপাদনের চাকা সচল রাখছেন। কিন্তু তারাই সবচেয়ে বঞ্চনার শিকার। করোনাকালেও গার্মেন্টস ও পাটকলসহ বিভিন্ন শিল্পের কয়েক লাখ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। বকেয়া বেতন ভাতাও পরিশোধ করা হয়নি।  মালিকপক্ষ শ্রম আইনের কোনো তোয়াক্কা করছে না।

রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, শ্রমিকদের প্রণোদনা না দিয়ে সরকার মালিকদের প্রণোদনা দিয়েছে।  এর সুফল শ্রমিকেরা পায়নি।  এই অবস্থার অবসান করতে পুঁজিবাদী শ্রম দাসত্বের শৃঙ্খল ভেঙে অধিকার ও মুক্তি অর্জনে শ্রমিক আন্দোলন-সংগঠন জোরদার করতে হবে। 

সংগঠনের সদস‌্য সচিব আবু হাসান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাহমুদ হোসেন, মোফাজ্জল হোসেন মোশতাক, ইমরান হোসেন, শফিকুল ইসলাম নেওয়াজ, নাঈম খান, মো. আল আমিন, মো. রিয়েল, মো. আবু হানিফ, আবুল কালাম আজাদ, আকবর খান প্রমুখ।

সভায় বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কাউন্সিলসহ গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।

নঈমুদ্দীন/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়