ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মিঠুনের একার লড়াই, উইন্ডিজে ‘এ’ দলও বিপর্যয়ের মুখে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ৬ আগস্ট ২০২২   আপডেট: ১৪:৫০, ৬ আগস্ট ২০২২
মিঠুনের একার লড়াই, উইন্ডিজে ‘এ’ দলও বিপর্যয়ের মুখে

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে নাজুক অবস্থায় বাংলাদেশ ‘এ’ দল। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের একার লড়াইয়ে প্রথম ইনিংসে কোনোমতে ১৬৭ রান করে অলআউট হয় বাংলাদেশ।

৯১ রানে ৬ উইকেট হারানোর পর হাল ধরেন মিঠুন। নাঈম হাসানকে সঙ্গে নিয়ে প্রথম দিন শেষ করে দেন। মিঠুনের ব্যাট আশা দেখালেও দ্বিতীয় দিন শুক্রবার বেশিদূর এগোতে পারেননি। মাত্র ৮ রান যোগ করেই ফিফটির পর ফেরেন সাজঘরে। তার দুই ওভার পর নাঈমের উইকেটও পতন হয়। শেষ দিকে রেজাউর রহমান রাজার ১৩ রান করলে কোনোমতে ১৬৭ রান করে বাংলাদেশ ‘এ’ দল।

৮৫ বলে ৮ চারে মিঠুনের ইনিংসটি সাজানো ছিল। নাঈমের ব্যাট থেকে আসে ৬০ বলে ২৭ রান। ২০ রান করেন সাইফ হাসান। এ ছাড়া কেউ বিশের ঘর পেরোতে পারেননি। উইন্ডিজের হয়ে একাই ৫ উইকেট নেন মারকুইনো মিন্ডলে।

বাংলাদেশ ‘এ’ দলের ১৬৭ রানের বিপরীতে খেলতে নেমে দারুণ করে উইন্ডিজ ‘এ’ দল। দ্বিতীয় দিন শেষে তারা মাত্র ২ রানে পিছিয়ে আছে। টেভিন ইমলাচ ২৩ ও জশুয়া ডা সিলভা  ১৪ রানে অপরাজিত আছেন। ওপেনিংয়ে নেমে সর্বোচ্চ ৪৮ রান করেন ত্যাগনারাইন চন্দরপল।

এ ছাড়া কার্টি ৩৭ ও সোলোজানো ৩২ রান করেন। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন রাজা-নাঈম।

সেন্ট লুসিয়ায় এর আগে ভুগেছে বাংলাদেশ জাতীয় দল। এবার একই পথে ‘এ’ দলও।

রিয়াদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়