ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিরসরাইয়ে ‘ডাকাত’ আখ্যা দিয়ে র‌্যাবের ওপর হামলা, ৩ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১২, ২৫ মে ২০২২   আপডেট: ২৩:৩১, ২৫ মে ২০২২
মিরসরাইয়ে ‘ডাকাত’ আখ্যা দিয়ে র‌্যাবের ওপর হামলা, ৩ সদস্য আহত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় র‌্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়েছে স্থানীয়রা। এতে গুরুতর আহত হয়েছে তিন র‌্যাব সদস্য। এদের মধ্যে গুরুতর আহত ২ র‌্যাব সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে। 

বুধবার (২৫ মে) সন্ধ্যার দিকে অভিযানে যাওয়ার পথে বারইয়ারহাট পৌরবাজারে র‌্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। 

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের মিরসরাই সার্কেল এসপি লাবীব আব্দুল্লাহ জানান, দুটি গাড়িতে একটি অভিযানে যাওয়ার পথে মিরসরাই পৌর বাজার এলাকায় ডাকাত আখ্যা দিয়ে স্থানীয়দের সংঘবদ্ধ একটি দল র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। কেউ কিছু বুঝে উঠার আগেই ডাকাত আখ্যা দিয়ে প্রায় শতাধিক মানুষ সংঘবদ্ধ হয়ে এ হামলা চালায়। 

পরে পেছনে থাকা র‌্যাবের অপর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ এবং চট্টগ্রাম নগরী থেকে র‌্যাবের অতিরিক্ত টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে ফেনী ও পরে গুরুতর আহত দুই সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠায়। 

আহত র‌্যাব সদস্যরা হলেন— কাউসার (২৯), মোখলেস (৩৩) ও পারভেজ (২৮)। 

এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে র‌্যাবের পৃথক একটি দল এবং থানা পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে অবস্থান করছে। এ ছাড়া আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে।

রেজাউল করিম/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়