ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মুক্তিযুদ্ধে জিয়া পাকিস্তানের চর হিসেবে কাজ করেছেন: নানক

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ২৭ আগস্ট ২০২০   আপডেট: ১৬:০৩, ৩০ আগস্ট ২০২০
মুক্তিযুদ্ধে জিয়া পাকিস্তানের চর হিসেবে কাজ করেছেন: নানক

বক্তব্য রাখছেন জাহাঙ্গীর কবির নানক

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে পাকিস্তানের চর হিসেবে কাজ করেছেন উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, তিনি ছিলেন মুক্তিযুদ্ধে পাকিস্তানি অনুপ্রবেশকারী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ‌্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ‌্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ নিহত সব শহীদের স্মরণে সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।

নানক বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না, যিনি পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন জেনারেল বেগ, তিনি মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তান সেনাবাহিনীর কর্নেল ছিলেন।  তিনি মেজর জিয়াউর রহমানকে একটি চিঠি লিখেছিলেন।  কর্নেল বেগ যে চিঠি দিয়েছিলেন, তা প্রমাণ করে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত মুক্তিযুদ্ধের মধ‌্যে ঢুকিয়ে দিয়েছে পাকিস্তানি চর হিসেবে।’

‘এর ফল হিসেবে দেখা গেলো জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেননি। মোশতাক, জিয়া যেভাবে বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডে জড়িত তেমনি পরে খালেদা-তারেক-মুজাহিদ গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধু কন‌্যা শেখ হাসিনাকে হত‌্যা করতে চেয়েছিলো।’

বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তিনি বাংলাদেশ যখন পৃথিবীতে রোল মডেলে রূপান্তর করছেন, তখন তার জীবনের ঝুঁকি বেড়ে যাওয়া স্বাভাবিক।’

আলোচনা সভায় অংশ নিয়ে সভাপতিমণ্ডলীর আরেক সদস‌্য আব্দুর রহমান বলেন, ‘যারা বঙ্গবন্ধু হত‌্যার প্লট তৈরি করেছে তারা সমানভাবে দায়ী।  তৎকালীন সময়ে রাহাজানি, গুপ্তহত‌্যা, সর্বহারা, মুসলিম বাংলা, জাসদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, ঈদের জামাতে অনেক এমপিকে হত্যা করে, সেদিন অরাজকতা সৃষ্ট করেছিলো। সামজিক জীবনে এই অস্থিরতা সৃষ্টি করা পূর্বপরিকল্পত। সেই সুযোগকে কাজে লাগিয়েছে এই ঘাতক গোষ্ঠী।’

দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘ষড়যন্ত্রকারীরা থেমে নেই।  জিয়া বঙ্গবন্ধুর খুনিদের বাঁচানোর জন‌্য নয়, নিজেকে বাঁচানোর জন‌্য ইনডেমনিটি অধ‌্যাদেশ জারি করেছিলেন।  কারণ বঙ্গবন্ধু হত‌্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, ‘লোভ-লালসা নয় বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ঐক‌্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে।’

ঢকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় অন‌্যদের মধ‌্যে বক্তব‌্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এবং সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।  

সভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ।

ঢাকা/পারভেজ/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়