ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুন্সীগঞ্জে পেঁয়াজের বাজার মনিটরিং ও ৫টি বাসের জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৫, ১৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১২:১০, ১৬ সেপ্টেম্বর ২০২০
মুন্সীগঞ্জে পেঁয়াজের বাজার মনিটরিং ও ৫টি বাসের জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে অনিয়মের কারণে ৫টি যাত্রীবাহী বাসের জরিমানা ও পেঁয়াজের বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আশফিকুন নাহার।

গুলিস্তান-টঙ্গিবাড়ি রুটে চলাচলরত এস এস পরিবহনের ৩ টি গাড়ি ও যাত্রাবাড়ি-কুসুমপুর রুটের সিরাজদিখান পরিবহনের ২ টি গাড়িকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সিরাজদিখান উপজেলা মোড় এলাকায় ৫টি যাত্রীবাহী গাড়ির ১৮ হাজার টাকা জরিমানা করেন তিনি।

এছাড়া উপজেলার মালখাগর চৌরাস্তা এলাকায় রাস্তার মাঝে বাস রাখায় ২টি বাস জব্দ করা হয়। এ সময় সিরাজদিখান থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম ফোর্স নিয়ে সহযোগিতা করেন।

এর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফিকুন নাহার ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার খবরে বাজার মনিটরিং করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার জানান, পত্রিকান্তরে খবর পরেই দোকানিরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেন। উপজেলার বাজারে যাতে এনিয়ে অস্থির পরিবেশ সৃষ্টি করতে না পারে এবং ভোক্তারা যেন হয়রানি না হয়। এজন্য বাজার মনিটরিং করা হয়।

এছাড়া যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়, যানবাহনের ফিটনেস ও রেজিস্ট্রেশন ঠিক না থাকায় ৫টি বাস থেকে জরিমানা আদায় করা হয়।

রতন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়