ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেলায় সৈয়দ ইফতেখারের প্রথম ছড়ার বই

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ৮ ফেব্রুয়ারি ২০২৩  
মেলায় সৈয়দ ইফতেখারের প্রথম ছড়ার বই

অমর একুশে গ্রন্থমেলায় (২০২৩) প্রকাশিত হয়েছে সৈয়দ ইফতেখারের প্রথম ছড়ার বই ‘ছড়ার দেশে, যাচ্ছি ভেসে, হেসে হেসে’।

মেলার প্রথম দিন থেকেই বইটি পাওয়া যাচ্ছে ইন্তামিন প্রকাশনের স্টলে। স্টল নম্বর ২৫৯-২৬০-২৬১ (অন্যপ্রকাশ প্যাভিলিয়নের পাশে)।

ছন্দময় ছড়াগুলো ইতোমধ্যে পাঠক মহলের প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘ দেড় দশক বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক আর অনলাইন পোর্টালে প্রকাশিত সেরা ছড়াগুলো নিয়ে বইটি করা হয়েছে।

বইটির প্রচ্ছদের তথ্য অনুযায়ী, ছোট-বড় সবার জন্য এই বই। সহজ-সরল ভাষায় লেখা। দেড় দশকের শ্রেষ্ঠ ছড়াগুলো এখানে সন্নিবেশিত। পড়ে ফেলা সম্ভব এক নিঃশ্বাসে। লেখালেখির চর্চা যাদের আছে, তাদের জন্যও কার্যকরি বইটি। 

/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়