ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মোদিবিরোধী কর্মসূচিতে ছাত্রলীগের বাধা, আহত ২০

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ২৩ মার্চ ২০২১   আপডেট: ১৯:১৮, ২৩ মার্চ ২০২১
মোদিবিরোধী কর্মসূচিতে ছাত্রলীগের বাধা, আহত ২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল বাম ছাত্রসংগঠনগুলোর মোদিবিরোধী কর্মসূচিতে বাধা দিয়েছে ছাত্রলীগ। এ সময় উভয় পক্ষের মধ‌্যে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে এ সংঘর্ষ হয়। আহতদের ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে সমাবেশের আয়োজন করে বাম ছাত্রসংগঠনগুলো। তারা টিএসসিতে জায়গা না পেয়ে বিশ্ববিদ্যালয়ের সোপার্জিত স্বাধীনতা চত্ত্বরের দক্ষিণ পাশে মোদির কুশপুতুল পোড়ানোর উদ্যোগ নেয়। ছাত্রলীগের নেতাকর্মীরা এতে বাধা দিলে সংঘর্ষ হয়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেছেন, ‘বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে তার কুশপুত্তলিকা পোড়ানোর কর্মসূচি আয়োজন করেছিল। তা বানচাল করতে ছাত্রলীগ ষড়যন্ত্র করেছে। তারা কুশপুত্তলিকা কেড়ে নিয়েছে। আমাদের ওপর হামলা করেছে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের এ আচরণ রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। ছাত্রলীগ মুক্তিযুদ্ধের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে কর্মকাণ্ড করছে। ছাত্রলীগ গণতান্ত্রিক অধিকার চর্চায় বাধা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সাথে বেঈমানি করছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হোসেন সাদ্দাম বলেছেন, ‘হামলার বিষয়ে বাম ছাত্রসংগঠনগুলো ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যাচার করছে। আমরা এ বিষয়ে অবগত নই।’

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়