ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মোদির সঙ্গে বিশিষ্টজনদের সাক্ষাৎ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২৬ মার্চ ২০২১   আপডেট: ১৩:৫২, ২৭ মার্চ ২০২১
মোদির সঙ্গে বিশিষ্টজনদের সাক্ষাৎ

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পূর্বনির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিশিষ্ট ব‌্যক্তিদের সঙ্গে।

বিনোদন, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিরা নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের প্রতিনিধির সঙ্গেও দেখা করেছেন নরেন্দ্র মোদি। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের নেতা ও জাতীয় পার্টির (জাপা) নেতারা মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী। ঢাকা সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

২৬ মার্চ বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবসের জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী।

করোনাকালে ভারতের প্রধানমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। দুই দিনের সফর শেষে শনিবার (২৭ মার্চ) তিনি ঢাকা ত্যাগ করবেন।

এর আগে ২০১৫ সালের ৬ ও ৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবার ঢাকা সফর করেন।

ঢাকা/হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়