ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মোবাইলফোন আসক্তিকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১৫ সেপ্টেম্বর ২০২১  
মোবাইলফোন আসক্তিকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

কুমিল্লার বুড়িচং উপজেলার শিক্ষার্থীরা মোবাইলফোন আসক্তিকে লাল কার্ড দেখিয়েছে। পরে তাদেরকে গাছের চারা উপহার দেওয়া হয়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিয়ে মাদক ও ধর্ষণ বিরোধী শপথ করান বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আমিনুল ইসলাম।

ৎওসি আলমগীর হোসেন বলেন, ‘লাল সবুজের আয়োজনে আজ শিক্ষার্থীরা যে শপথ পাঠ করেছেন, তা যদি মনেপ্রাণে ধারন করেন তাহলে তারা সুশিক্ষিত নাগরিক ও দেশপ্রেমিক হিসেবে নিজকে গড়ে তুলতে পারবেন।’

তিনি মোবাইল ফোন আসক্তি ও অনলাইন গেমস থেকে শিক্ষার্থীদের বিরত থাকার অনুরোধ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিতি ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, উপজেলা শাখার দপ্তর সম্পাদক আরিফ হাসান, অর্থ সম্পাদক নিলয় খান, প্রচার সম্পাদক ইরফান হোসেনসহ প্রমুখ।

রহমান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়