ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ময়মনসিংহের ডেপুটি জেলারকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১ অক্টোবর ২০২০  
ময়মনসিংহের ডেপুটি জেলারকে হাইকোর্টে তলব

আদালতের আদেশ পালন না করা বিষয়ে ব্যাখ্যা দিতে ময়মনসিংহ কারাগারের ডেপুটি জেলার অলিভা শারমিনকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ১৪ অক্টোবর (বুধবার) অলিভা শারমিনকে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বি এম আব্দুর রাফেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল আলী হায়দার।

ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল বি এম আব্দুর রাফেল বলেন, সাহেদ নামের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামি জামিন আবেদন করেছিলেন। ওই আসামি কতদিন কারাগারে রয়েছেন সে তথ্য জানতে চেয়েছিলেন আদালত। আদালতের আদেশ অনুযায়ী ২৯ সেপ্টেম্বর ময়মনসিংহ কারাগারে যোগাযোগ করা হয়।

কিন্তু ডেপুটি জেলার অলিভা শারমিন তথ্য দিতে রাজি হননি। বিষয়টি অবহিত করার পর আদালত তার বিরুদ্ধে অবমাননার আবেদন করতে বলেন। শুনানি শেষে তাকে ১৪ অক্টোবর তলব করেছেন আদালত।

ঢাকা/মেহেদী/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়