RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৬ জানুয়ারি ২০২১ ||  মাঘ ২ ১৪২৭ ||  ০১ জমাদিউস সানি ১৪৪২

ময়মনসিংহে মুক্তিযোদ্ধা জনতার র‌্যালি

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে মুক্তিযোদ্ধা জনতার র‌্যালি

ময়মনসিংহ মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

মঙ্গলবার নগরীর ছোটবাজার মুক্তমঞ্চের সামনে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান।

এদিকে ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে মুক্তমঞ্চ থেকে বণার্ঢ্য র‌্যালি বের হয়। মুক্তিযোদ্ধা জনতার র‌্যালির  উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

র‌্যালিতে অংশ নেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাসউদ্দিন ভূইয়া, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


ময়মনসিংহ/মিলন/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়