RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৮ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৪ ১৪২৭ ||  ০২ জমাদিউস সানি ১৪৪২

সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় অটোরিকশার চার যাত্রী আহত হয়েছেন।

রোববার রাত ৯টায় গফরগাঁও-দেওয়ানগঞ্জ সড়কের আলতাফ হোসেন গোলন্দাজ সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক ইমরান হাসান (২৫) ও ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী উজ্জল মিয়া।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, রোববার রাত ৯টায় ইমরান মোটরসাইকেল নিয়ে গফরগাঁও দেওয়ানগঞ্জ সড়কের আলতাফ হোসেন গোলন্দাজ সেতুতে ঘুরতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা এক অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ইমরান ঘটনাস্থলেই মারা যান। আহতদের ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরো একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

ময়মনসিংহ/মিলন/নাসিম/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়