ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যাত্রীবাহী তিনটি ভ্যানে বাসের ধাক্কা, আহত ৮

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ১৭ সেপ্টেম্বর ২০২১  
যাত্রীবাহী তিনটি ভ্যানে বাসের ধাক্কা, আহত ৮

বাগেরহাটের মোরেলগঞ্জে দাঁড়িয়ে থাকা তিনটি ভ্যানেকে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে এক শিশুসহ আটজন আহত হয়েছেন। এ সময় উত্তেজিত লোকজন বাসের চালক ও সহযোগীকে মারধর করে বাসটিকে আটকে রাখেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বনগ্রাম নামক স্থানে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শী মরিময় আক্তার নিশা বলেন, ‘বনগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণায় যাওয়ার জন্য তিনটি ভ্যান নিয়ে অপেক্ষা করছিলাম। এ সময় বাগেরহাট থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস ভ্যান তিনটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক এনছান ও আবেদ আলীসহ আটজন আহত হন।

সাব্বির শেখ বলেন, ‘ভ্যানগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি অতিরিক্ত গতিতে এসে ভ্যানগুলোকে ধাক্কা দেয়। এতে ভ্যানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।’

মোরেলগঞ্জ উপজেলার মহিষপুরা ফারির ইনচার্জ এসআই মাহমুদ হাসান বলেন, ভ্যানে বাসের ধাক্কায় হতাহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়েছে।

টুটুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়