ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘যাদের দুমুঠো ভাত জোটে না, শীতের পিঠা তাদের জন্য বিলাসিতা’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ৬ জানুয়ারি ২০২২   আপডেট: ২০:২৫, ৬ জানুয়ারি ২০২২
‘যাদের দুমুঠো ভাত জোটে না, শীতের পিঠা তাদের জন্য বিলাসিতা’

বাচ্চাদের মাঝে শীতের পিঠা বিতরণ করছেন পুতুল

শীতের মৌসুমে পিঠাপুলি বাঙালির চাই-ই চাই! কিন্তু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তা এক প্রকার বিলাসিতাই বটে! সুবিধাবঞ্চিত শিশুদের শীতের পিঠা খাওয়ালেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। কোমলমতি শিশুদের মুখে পিঠা তুলে দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই শিল্পী।

গত ৪ জানুয়ারি ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পিঠা বিতরণ করেন পুতুল। এই শিল্পী বলেন, ‘শীতের পিঠা ছেলে-বুড়ো কার না পছন্দ! কিন্তু যে শিশুদের দুইবেলা দুইমুঠো ভাত জোটে না, শীতের পিঠা তাদের জন্য নিতান্তই বিলাসিতা। এই বিকালটা ছিলো শিশুদের বিকাল! শিশুরা মন ভরে পিঠা খেলো, আর আমি মন ভরে তা দেখলাম। মজার ইশকুলের এই শিশুরা আমার খুব আপন। আমাকে দেখলেই পুতুল আপু, পুতুল আপু করে হৈ-হুল্লোড়ে মেতে ওঠে। ওদের সঙ্গে খুব সুন্দর একটা বিকাল কেটেছে।’

মানবিক মানুষ আছে বলেই পৃথিবী এখনো বাসযোগ্য। তা স্মরণ করে পুতুল বলেন, ‘‘পিঠাগুলো নিয়েছি জিপি ফ্রেশ ফুড থেকে। যখন জানলো পিঠাগুলো বাচ্চাদের জন্য নিচ্ছি, তখন এক পদের পিঠার দাম রাখেনি। বললেন, ‘আপু, যেকোনো একটা পদের পিঠা আমার পক্ষ থেকে বাচ্চাদের জন্য উপহার।’ মানবিক মানুষদের অস্তিত্ব আছে বলেই পৃথিবীটা আজও বাসযোগ্য। মজার ইশকুলের কর্মীদেরও সাধুবাদ জানাই। স্বার্থহীন এই তরুণদের দেখলে শ্রদ্ধায় মাথা নুয়ে আসে।’’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়