ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যুক্তরাজ্যে বেড়েছে আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৫, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যুক্তরাজ্যে বেড়েছে আক্রান্তের সংখ্যা

করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬২ জন। যা জুনের শেষ দিকের পর একদিনে সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করায় সেখানে করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরার।

সবশেষ জুনে একদিনে সর্বোচ্চ ১০০০ জন আক্রান্ত হয়েছিল। এরপর আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে যুক্তরাজ্যে। কমতে কমতে এক সময় ৩০৪ জনে নেমে এসেছিল। 

কিন্তু হঠাৎ করে আবার বাড়তে শুরু করেছে সংক্রমণ। শনিবার যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছিল ৭৫৮ জন। রোববার সেটা বেড়ে হয়েছে ১ হাজার ৬২ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ১০ হাজার ৮২৫ জন। মৃতের সংখ্যা ৪৬ হাজার ৫৭৪ জন। যা বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।

আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করায় সতর্কতাস্বরূপ ৭ লাখ ৪১ হাজার নতুন টেস্টিং কিট অর্ডার করেছে দেশটি।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়