ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মায়ের কোলে ফিরলো সেই নবজাতক

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০০:০৫, ২০ সেপ্টেম্বর ২০২০
মায়ের কোলে ফিরলো সেই নবজাতক

গাইবান্ধায় ক্লিনিকের বিল পরিশোধ করতে নবজাতক সন্তানকে বিক্রি করতে বাধ‌্য হয়েছিল এক দম্পতি। দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর সেই নবজাতককে উদ্ধার করে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে গাইবান্ধা জেলা প্রশাসন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাইজিংবিডিতে ‘নবজাতক বিক্রি করে ক্লিনিকের বিল পরিশোধ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

গাইবান্ধার এনডিসি ফয়েজ উদ্দিন বলেছেন, ‘রাইজিংবিডিতে ওই নবজাতকের বিষয়ে খবর প্রকারের পর তা জেলা প্রশাসক আব্দুল মতিনের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাহিদুর রহমান ও আমাকে ঘটনাস্থলে পাঠান। ১৬ হাজার টাকা ফেরত দিয়ে সাদুল্লাপুরের একটি বাড়ি থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।’

ফয়েজ উদ্দিন জানান, শনিবার রাতেই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুজ্জামান রিংকুকে সঙ্গে নিয়ে গাইবান্ধা সদর উপজেলার সোলাগাড়ি গ্রামের শাজাহান ও আমেনা বেগম দম্পতির বাড়িতে গিয়ে তাদের কাছে সন্তানকে ফিরিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি জেলা প্রশাসকের পক্ষ থেকে শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, তেলসহ অন্যান্য দ্রব‌্য দেওয়া হয় শাজাহান ও আমেনা বেগমের হাতে।

*নবজাতক বিক্রি করে ক্লিনিকের বিল পরিশোধ

গাইবান্ধা/দয়াল/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়