ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজধানীতে বিপুল মাদকসহ গ্রেপ্তার ১

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ২৩ মার্চ ২০২১  
রাজধানীতে বিপুল মাদকসহ গ্রেপ্তার ১

রাজধানীর মোহাম্মদপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব‌্যসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে র‌্যাব-২ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের মেডিকাস ফার্মেসির সামনে অভিযান চালিয়ে মাদক কারবারি চক্রের সদস্য মো. শাহজাদাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ বুপ্রেনরফিন ইনজেকশনের ২ হাজার ৩০০ পিস এম্পুল (কাঁচের শিশি) জব্দ করা হয়।

শাহজাদা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, বিভিন্ন চোরাকারবারি সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে এ মাদক আনে। তাদের সহযোগীরা রাজধানীসহ বিভিন্ন জেলায় তা সরবরাহ করে।

বুপ্রেনরফিন কয়েকটি দেশে চিকিৎসার জন্য ব্যবহৃত হলেও বাংলাদেশসহ বেশিরভাগ দেশে তা নিষিদ্ধ। কিছু কিছু দেশ এ ইঞ্জেকশন জীবজন্তুর চিকিৎসায় ব্যবহার করে। বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এটিকে ‘এ’ শ্রেণির মাদক হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করেছে। র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযানের কারণে বর্তমানে হেরোইন, আফিম, কোকেন, ফেন্সিডিলসহ অন‌্যান‌্য মাদক কম পাওয়া যায়। তাই মাদকসেবীরা বুপ্রেনরফিন-কে হেরোইন, কোকেন ইত্যাদির বিকল্প হিসেবে সেবন করে। ফলে এ মাদকের চাহিদা বাড়ছে।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ