ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘রাজ্জাক ভাই না থাকলে চলচ্চিত্র শিল্পী হিসেবে পরিপূর্ণতা পেতাম না’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ২৩ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৬:০৯, ২৩ জানুয়ারি ২০২৩
‘রাজ্জাক ভাই না থাকলে চলচ্চিত্র শিল্পী হিসেবে পরিপূর্ণতা পেতাম না’

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাক। তার শূন্যতাকে মেনে নিয়ে ভক্ত, সহকর্মীরা আজ তার জন্মদিন পালন করছেন। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বেশ কিছু আয়োজন করা হয়েছে বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন তার কনিষ্ঠ পুত্র সম্রাট।

এ দিকে সোশ্যাল মিডিয়ায় চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা রাজ্জাককে স্মরণ করেছেন। নায়িকা নূতন রাজ্জাককে স্মরণ করে লিখেছেন: ‘রাজ্জাক ছাড়া বাংলা চলচ্চিত্রে নায়িকা নূতনের পুনর্জন্ম হতো না। নায়করাজ রাজ্জাক; আমি তাকে রাজ্জাক ভাই বলেই ডাকি। তাকে নিয়ে বলা বা স্মৃতিচারণ করা আমার জন্য অনেক কঠিন। কারণ তিনি আমার কাছে অবিভাবক। রাজ্জাক ভাই না থাকলে চলচ্চিত্র শিল্পী হিসেবে নিজের পরিপূর্ণতা আমি পেতাম না। নিজেকে মূল্যায়িত করা আমার জন্য অসম্ভব ছিলো। মাঝে মাঝে একটু স্বার্থপরতা নিয়ে বলি, রাজ্জাক ভাই শুধু আমার। যদিও তিনি সবার, সমগ্র দেশের এবং বাংলা চলচ্চিত্রের।’

স্মৃতির পাতা খুলে নূতন বলেন, ‘আমার জীবনের প্রথম চলচ্চিত্র ‘নতুন প্রভাত’র (১৯৬৯ সাল) সময় রাজ্জাক ভাই আমার ইনটারভিউ নিয়েছিলেন। স্বপ্নের নায়ককে সামনাসামনি দেখতে পাবো ভেবে যতটা না উত্তেজিত ছিলাম, দেখার পরে তা নিমিষেই বিলীন; তার ব্যবহার দ্বারা। তার ব্যবহারে মনে হয়েছে আমি তার কতো চেনা। সেদিন থেকে তার মৃত্যু অব্দি রাজ্জাক ভাইয়ের ছায়াতলেই ছিলাম, আছি, থাকবো। আমার কাছে, আমার মনে সে জীবন্ত।’

রাহাত//

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়