ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাতেও ঢাকা-আরিচা মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ৩১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাতেও ঢাকা-আরিচা মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

রাতেও পাটুরিয়া ফেরিঘাট ও ঢাকা-আরিচা মহাসড়কের ১২ কিলোমিটার জুড়ে যানজট রয়েছে। শুক্রবার দিনভর কয়েক হাজার গাড়ির চাপে ফেরিঘাট এলাকায় যানজট ছিলো। এতে যাত্রীদের ১০-১২ ঘণ্টা অপেক্ষা করে ফেরিতে উঠতে হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাসুদেব সিনহা বলেন, ‘পাটুরিয়া ঘাট এলাকা থেকে ১২ কিলোমিটার যানজট রয়েছে। রাত বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা আরও বাড়বে।’

বিআইডব্লিউটিসি ও মানিকগঞ্জ পুলিশ বিভাগ জানিয়েছে, অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার কারণেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে দিনভর তীব্র যানজট ছিল। নদীতেও তীব্র স্রোত। এসব কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, ‘তীব্র স্রোতের কারণে জুলাই মাস জুড়েই ফেরি চলাচল ব্যাহত হয়ে আসছে। শুক্রবার ভোর রাত থেকে ঘাট এলাকায় অস্বাভাবিক যানবাহনের কারণে মারাত্মক যানজট সৃষ্টি হয়। রাতেও ঘাট এলাকায় সহস্রাধীক যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে। রাত বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যাও বাড়ছে।’

শুক্রবার দুপুরের দিকে পাটুরিয়া ঘাট থেকে মানিকগঞ্জে বাস স্ট‌্যান্ড পর্যন্ত যানজট ছিল। সেটা বিকালের দিকে ধামরাই এলাকায় গিয়ে ঠেকে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাসুদেব সিনহা বলেন, ‘গত কয়েকদিন ধরে যানবাহনের চাপ কম ছিলো। তবে বৃহস্পতিবার রাত থেকে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। সেটা শুক্রবার পাটুরিয়া থেকে ধামরাই এলাকায় গিয়ে ঠেকেছে। রাতেও প্রায় ১২ কিলোমিটার যানজট দেখা যাচ্ছে।’

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যাবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারা পার করা হচ্ছে। তীব্র স্রোত ও অতিরিক্ত যানবাহন-যাত্রীর চাপে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে মানুষ তাদের বাড়ি গিয়ে ঈদ উদযাপন করতে পারে।’

হাসান ফয়জী/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়