ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাশিয়ার আরেকটি করোনার টিকা কার্যকর প্রমাণিত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ১ অক্টোবর ২০২০  
রাশিয়ার আরেকটি করোনার টিকা কার্যকর প্রমাণিত

ক্লিনিক্যাল ট্রায়ালপূর্ব পরীক্ষায় সফল বলে প্রমাণিত হয়েছে রাশিয়ার আরেকটি করোনার টিকা। বৃহস্পতিবার টিকাটির উন্নয়নকারী প্রতিষ্ঠান ভেক্টর এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভেক্টর হচ্ছে রাশিয়ার গোপন ভাইরাস গবেষণা কেন্দ্র। এটি সাইবেরিয়ায় অবস্থিত। প্রতিষ্ঠানটির উন্নয়ন করা টিকার নাম এপিভ্যাককরোনা।

ভেক্টরের সংবাদমাধ্যম বিভাগ রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছে, ‘প্রথম দুই ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে এপিভ্যাককরোনা কার্যকর ও নিরাপদ বলে প্রমাণিত হয়েছে।

গত আগস্টে রাশিয়া বিশ্বে প্রথম করোনার টিকা রেজিস্ট্রির ঘোষণা দেয়। বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুৎনিকের নামে এর নামকরণ করা হয়েছিল স্পুৎনিক ভি।

ভেক্টর জানিয়েছে, ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ার পর এর কার্যকারিতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে। সাইবেরিয়াতে এই ট্রায়াল চলবে। এতে অংশ নেবে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক।


 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়