ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোনালদোর জোড়া গোলে রক্ষা জুভেন্টাসের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১০:১১, ২৮ সেপ্টেম্বর ২০২০
রোনালদোর জোড়া গোলে রক্ষা জুভেন্টাসের

দুইবার পিছিয়ে পড়েছিল জুভেন্টাস। দুইবার-ই তাদের ম্যাচে ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। জোড়া গোল করে দলকে পয়েন্ট হারানো থেকে বাঁচিয়েছেন সিআর সেভেন। তবে রোমার বিপক্ষে দলকে জেতাতে পারেননি পর্তুগিজ সুপারস্টার।

ইতালিয়ান সিরি’আ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে পেল ড্রয়ের স্বাদ। রোববার রাতে রোমার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। জর্ডান ভেরআউট রোমার হয়ে জোড়া গোল করেন। প্রথমটি পেনাল্টিতে। দ্বিতীয়টি নিখুঁত ফিনিশিং। রোনালদোও গোলের খাতা খুলেন স্পটকিকে। দ্বিতীয়টি পারফেক্ট হেডে।

ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ তৈরি করেছিল রোমা। হেনরিখ মখার্তিয়ানান মধ্য মাঠ থেকে বল নিয়ে একাই জুভেন্টাসের রক্ষণে ঢুকে পড়েন। তবে জুভেন্টাসের পোলিশ গোলরক্ষক দারুণ দক্ষতায় দলকে গোল হজমের থেকে বাঁচান। গোল পেতে স্বাগতিকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

ডি বক্সের ভেতরে জর্ডান ভেরআউটের শট রাবিওটের হাতের ছোঁয়া পায়। পেনাল্টিতে দলকে এগিয়ে নেন ভেরআউট। জুভেন্টাস সময়তায় ফেরে ৪৪ মিনিটে। ড্রিবলিংয়ে বল নিয়ে রোমার রক্ষণে ঢুকেন রোনালদো। ডানপায়ের শট লরেঞ্জো পেলেগ্রিনির হাতে লাগে। এবার জুভেন্টাস পেনাল্টির সুযোগ পায়। তাতে লক্ষ্যভেদ করেন রোনালদো।

এক মিনিটের ব্যবধানে আবার এগিয়ে যায় রোমা। কাউন্টার অ্যাটাকে দ্বিতীয় গোল করেন ভেরআউট। পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া জুভেন্টাসকে ম্যাচ ফিরতে ৬৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ডানপ্রান্ত থেকে ডানিলোর ক্রসে হেডে গোল করেন সিআর সেভেন।

এর আগে ৫৭ মিনিটে রোনালদো গোলের সুযোগ পেয়েছিলেন। মোরাতার পাস থেকে বক্সের বাইরে বল পান। শরীরের উপর আলগা বলে শট নিলেও তাতে যথেষ্ট শক্তি প্রয়োগ করতে পারেননি। সহজ সুযোগ নষ্ট করে হ্যাট্রিকও মিস করেন, পাশাপাশি দলকে জয়ের স্বাদও দিতে পারেননি রোনালদো।

দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে নাপোলি। সমান ছয় পয়েন্ট ভারোনা ও মিলানের। চার পয়েন্ট নিয়ে জুভেন্টাসের অবস্থান চতুর্থ স্থানে।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়