RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৯ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৫ ১৪২৭ ||  ১২ রবিউস সানি ১৪৪২

লেনোভোর নতুন গেমিং ল্যাপটপ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লেনোভোর নতুন গেমিং ল্যাপটপ

দেশের বাজারে এসেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড লেনোভোর লিজিয়ন ওয়াই৫৩০ মডেলের নতুন ল্যাপটপ। হালকা পাতলা গড়ন এবং অত্যাধুনিক ডিজাইনের এই ল্যাপটপ মূলত গেমারদের উদ্দেশ্যে বানানো হয়েছে।

ল্যাপটপটির প্রসেসর হিসেবে আছে ইন্টেলের ৮ম প্রজন্মের কোর আই-ফাইভ ৮৩০০এইচ, র‍্যাম হিসেবে ৮ জিবি ডিডিআর৪ এবং গেমিংয়ের জন্য গ্রাফিক্স চিপসেট হিসেবে আছে এনভিডিয়া জিটিএক্স১০৫০টিআই ৪ জিবি মডেলের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এছাড়া স্টোরেজ হিসেবে আছে ৫১২ জিবি এসএসডি এর সাথে ১ টেরাবাইট হার্ডড্রাইভ সাপোর্টের সুবিধা।

১৫.৬ ইঞ্চি ল্যাপটপের ডিসপ্লেটি চিকন বেজেলের ফুল এইচডি ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের অ্যান্টি-রিফ্লেকটিভ আইপিএস ডিসপ্লে। গেমিং ল্যাপটপ হওয়া সত্ত্বেও এটি সহজে বহনযোগ্য।

ল্যাপটপটি ডলবি অ্যাটমসের সাথে হার্মান কার্ডন স্পিকারের একটি অসাধারণ জুটি নিয়ে উন্নত মানের সাউন্ড দিতে সক্ষম। অরিজিনাল উইন্ডোজের সাথে ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ব্ল্যাক কালারে। ২ বছরের ওয়ারেন্টি সুবিধার লেনোভো লিজিয়ন ওয়াই৫৩০ ল্যাপটপটির দাম ১ লাখ ৮ হাজার টাকা। ২ বছরের ওয়ারেন্টি সুবিধা রয়েছে। ল্যাপটপটি পাওয়া যাবে লেনোভো অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যেকোনো শাখায় এবং অনুমোদিত ডিলার হাউসে। আরো জানতে ভিজিট:


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়