ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লোকসানের মুখে মানিকগঞ্জের কলা চাষিরা

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ১৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লোকসানের মুখে মানিকগঞ্জের কলা চাষিরা

দুই দফা বন‌্যার কারণে লোকসানের মুখে পড়েছেন মানিকগঞ্জের সাত উপজেলার কলা চাষিরা। বন‌্যায় উপজেলাগুলোর প্রায় সব কলা গাছ মরে গেছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কলা চাষিরা। 

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার সাটুরিয়া, সিংগাইর, মানিকগঞ্জ সদর, হরিরামপুর, দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলার বিস্তীর্ণ জমিতে বিভিন্ন জাতের কলা চাষ হয়। চলতি বছরে প্রায় পাঁচশ’ হেক্টর জমিতে কলা চাষ করছিলেন কৃষকরা। এতে চার হাজার ৮৩৮ মেট্রিক টন কলা নষ্ট হয়ে গেছে।

জেলার সাটুরিয়া উপজেলার জান্না গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, শত শত হেক্টর জমির কলা গাছ মরে গেছে। কিছু ক্ষেত থেকে বন্যার পান নেমে যাওয়ায় কৃষক পঁচে যাওয়া কলা গাছ কেটে ফেলে দিচ্ছেন।

কলা চাষি ফারুক হোসেন বলেন, ‘প্রতি একর জমিতে এক হাজার থেকে ১২০০ চারা রোপণ করি।  প্রতি শতাংশ কলার চারা রোপণ থেকে বিক্রির আগ পর্যন্ত খচর হয় বারো থেকে পনেরশ’ টাকার মতো। চারা রোপণ থেকে বিক্রির উপযোগী করতে প্রায় ১২-১৪ মাস লেগে যায়। এ বছর  একশ’ শতাংশ জমিতে কলা চাষ করেছিলাম। আমার প্রায় ৮০ শতাংশ জমির কলা চারা মরে গেছে। এতে আমার এক লাখ ২০ হাজার টাকা লোকসান হয়েছে।’

কামতা গ্রামে কলা চাষি ডা. মো. কলিম উদ্দিন বলেন, ‘এ বছর ১৬০ শতাংশ জমিতে সবরি কলা চাষ করেছিলাম। বন্যার পানিতে সবই নষ্ট হয়ে গেছে। এতে আমার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।’

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাজাহান আলী বিশ্বাস বলেন, ‘জেলার কলা চাষিরা সম্পুর্ণ ক্ষতিগ্রস্ত হননি। কেউ কেউ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করা হয়েছে। পরবর্তীতে তাদের বিভিন্নভাবে সহযোগীতা করা হবে।’

হাসান ফয়জী/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়