ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

শরণখোলা উপজেলা পরিষদের উপ-নির্বাচন ২০ অক্টোবর 

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ১৫ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:১৮, ১৫ সেপ্টেম্বর ২০২০
শরণখোলা উপজেলা পরিষদের উপ-নির্বাচন ২০ অক্টোবর 

বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২০ অক্টোবর এই পদে ভোট গ্রহন হবে। এছাড়াও একই দিনে জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে, মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য এবং রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আমরা গণবিজ্ঞপ্তি জারি করেছি। আগ্রহী প্রার্থীরা চাইলে আজকে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।’

২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। বৈধ প্রার্থীগণ ৩ অক্টোবরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। ২০ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ২০২০ সালের ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন মারা গেলে পদটি শূন্য হয়। ২০১৯ সালে কোদালিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ভুইয়া মারা গেলে পদটি শূন্য হয়।

টুটুল/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়