ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শাবি শিক্ষার্থীদের উপর হামলা, নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ২৩ জানুয়ারি ২০২২  
শাবি শিক্ষার্থীদের উপর হামলা, নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও তাদের আমরণ অনশনকে সংহতি জানিয়ে মানববন্ধন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা।   

রোববার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর্যের সামনে মানববন্ধন হয়।

এসময় শিক্ষার্থীরা ‘সাস্ট কেন রক্তাক্ত’, ‘শিক্ষাঙ্গনে ফ্যাসিবাদ নিপাত যাক’, ‘স্বৈরাচারী ভিসির পদত্যাগ চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে দাঁড়ান।

শিক্ষার্থীরা বলেন, অভিভাবকরা যদি আমাদের কথা না শোনেন, উল্টো আমাদের উপর ব্যবস্থা নেন, তাহলে এমন অভিভাবক প্রয়োজন নেই। আমাদের দাবি একটাই, সাস্টের ভিসির পদত্যাগ চাই। 

তারা আরও বলেন, সাস্টের সাধারণ শিক্ষার্থীদের উপর যে নৃশংস হামলা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের রক্ত দেখেও যদি আমরা চুপ থাকি, তাহলে বুঝতে হবে আমাদের বিবেক মরে গেছে।

ফাহাদ/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়