ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শাহজালালে জব্দ ‘গ্রিভেট মাঙ্কি’র ঠাঁই হলো সাফারি পার্কে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ২৫ জানুয়ারি ২০২৩  
শাহজালালে জব্দ ‘গ্রিভেট মাঙ্কি’র ঠাঁই হলো সাফারি পার্কে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দকৃত চারটি ‘গ্রিভেট মাঙ্কি’ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক। এর আগে মঙ্গলবার বিকেলে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

অসিম মল্লিক জানান, মালি থেকে বানর চারটি বনবিভাগের অনাপত্তিপত্র ছাড়াই বগুড়ার জনৈক আবু বকর সিদ্দিকের ঠিকানায় বুকিং করে পাঠানো হয়েছে। গত ২২ জানুয়ারি বিমানবন্দরের কাস্টম বিভাগ অবৈধভাবে আসা বানরগুলো জব্দ করে। পরদিন প্রাণিগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করে কাস্টম কর্তৃপক্ষ। গতকাল বিকেলে এগুলোকে গাজীপুরের সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বানরগুলোর বয়স আনুমানিক ৪ মাস। এগুলো ইথিউপিয়া, জিবুতি, সুদান, ইরিত্রিয়া প্রভৃতি দেশে দেখা যায়। বিশ্বের প্রাচীনতম বানরের জাত এটি। বানরগুলোর মুখোমণ্ডলের পাশে লম্বা সাদা চুল থাকে। গালে লম্বা, সাদা কাঁটা রয়েছে।

গ্রিভেট প্রজাতির বানরের মুখের ত্বক, হাত এবং পা কালো। পিছনের পশম জলপাই রঙের, সামনের অংশ সাদা। পেটের ত্বকে নীল আভা রয়েছে। পুরুষ বানরের দৈর্ঘ্য ৪৯ সেমি এবং মাদি বানরের ৪২.৬ সেমি (১৬.৮ )। পুরুষ বানরের লেজের দৈর্ঘ্য প্রায় ৩০-৫০ সেমি (১২-২০ )। সামনের পা দুইটি পেছনের পা অপেক্ষা বড় থাকে। বনের মধ্যে এরা দলবদ্ধভাবে বসবাস করে। এদের গড় আয়ু ১৫-২০ বছর।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বানরগুলো আপাতত পার্কে কোয়ারিন্টিনে রাখা হয়েছে।

রফিক//

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়