ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শাহীন, হাসান ও নওমানের ক্যারিয়ার সেরা র‌্যাংকিং

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ১২ মে ২০২১   আপডেট: ০৮:২২, ১৩ মে ২০২১
শাহীন, হাসান ও নওমানের ক্যারিয়ার সেরা র‌্যাংকিং

পাকিস্তানের টেস্ট ইতিহাসে প্রথমবার একই ম্যাচে তিন বোলারের পাঁচ উইকেট নেওয়ার ঘটনা ঘটলো। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এই কীর্তি গড়ে আইসিসির টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অর্জন করেছেন হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি ও নওমান আলী।

ডানহাতি পেসার হাসান প্রথম ইনিংসে ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন। তাতে ছয় ধাপ লাফ দিয়ে ১৪তম অবস্থানে তিনি। দ্বিতীয় ইনিংসে পাঁচটি করে উইকেট নেন শাহীন ও নওমান। ৫২ রান খরচায় ফাইফার পাওয়া পেসার শাহীনের উন্নতি হয়েছে ৯ ধাপ, তিনি এখন ২২তম। বাঁহাতি স্পিনার নওমান ৪৬ নম্বর থেকে ৫৪ তে।

পাকিস্তানের প্রথম ইনিংসে আবিদ আলী ২১৫ রান করে বিশাল লাফ দিয়েছেন। ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে ৩৮ ধাপ এগিয়ে ৪০ নম্বরে তিনি। ১২৬ রানের ইনিংস খেলে আজহার আলী ১৬তম স্থানে। ১০৪ বলে ৯৭ রান করা নওমান এই তালিকায় ৩৫ ধাপ এগিয়ে ১১৬ নম্বরে।

জিম্বাবুয়ের পক্ষে ৩৩ ও ৮০ রানের সেরা ইনিংস খেলা রেগিস চাকাভা ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়ে ৮১তম। তার সতীর্থ ব্লেসিং মুজারাবানি ৮২ রান খরচায় ৩ উইকেট নিয়ে বোলার তালিকায় ৫১ নম্বরে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়