ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘শুধু বাবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতাম’

প্রকাশিত: ১৬:৫১, ২০ জুন ২০২১   আপডেট: ১৭:০৭, ২০ জুন ২০২১
‘শুধু বাবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতাম’

বাবার প্রতি সন্তানের ভালোবাসা কিংবা সন্তানের প্রতি বাবার ভালোবাসা চিরন্তন। পিতা-পুত্রের ভালোবাসা প্রকাশের বিশেষ কোনো দিনক্ষণ নেই। তারপরও যুগের পরিবর্তনে প্রকাশ ভঙ্গিতে এসেছে পরিবর্তন। এখন বাবার জন্য বছরের একটা দিন রেখে দিতে চান। এজন্য গত শতকের প্রথম দশক থেকেই শুরু হয় বাবা দিবস উদযাপনের প্রচলন।

প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের বেশির ভাগ দেশে বাবা দিবস পালন করা হয়। রোববার (২০ জুন) বিশ্ব বাবা দিবস। বিশেষ এই দিনটি অন্যদের মতো রুপালি জগতের তারকাদের কাছেও গুরুত্বপূর্ণ। চিত্রনায়িক সিয়াম তার বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন।

স্মৃতিচারণ করে সিয়াম আহমেদ বলেন, ‘২০১০-১১ সালের দিকে আমার বাবা যখন অসুস্থ হয়ে পড়েছিলেন। ওই সময়ে বাবার হার্ট অ্যাটাক হলে রিং পড়ানো হয়। অনেকদিন আইসিইউতে ছিলেন। দীর্ঘ দিন বাবার জ্ঞান ছিল না। আমার মনে হয়েছিল আমার বাবার সঙ্গে ওই সময়টা সবচেয়ে ক্লোজ সময় কাটিয়েছি। তখন বাবা কোনো রেসপন্স করতে পারতেন না।’

বাবাকে কখনো বলতে পারেননি বাবা তোমাকে ভালোবাসি। কিন্তু বাবা দিবসে কথাটি বলতে চান সিয়াম। তা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘হাসপাতালে থাকা অবস্থায় বাবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতাম। কখনো বাবাকে বলতে পারিনি তোমাকে ভালোবাসি। কখনো কি ভেবে দেখেছি কত সহজে মাকে বলে ফেলি মা তোমাকে অনেক ভালোবাসি। আব্বুকে কি এতসহজে বলা যায়। আজকে বলব, আব্বু তোমাকে অনেক ভালোবাসি। শুধু বলার জন্য বলছি, না আমি ব্যক্তিগতভাবেও বলব। আশা করব, আপনারাও বলবেন। সবাইকে বাবা দিবসে অনেক শুভেচ্ছ। যাদের বাবা এখনো বেঁচে আছেন তাদের যত্ন নিন।’

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়