ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘শুধু শীর্ষ ছয় দল টেস্ট খেললে বিশ্ব ক্রিকেট বিপদে পড়বে’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ৫ আগস্ট ২০২২  
‘শুধু শীর্ষ ছয় দল টেস্ট খেললে বিশ্ব ক্রিকেট বিপদে পড়বে’

টেস্ট ক্রিকেটের মান ধরে রাখতে হলে কেবল শীর্ষ সারির দলের খেলা উচিত মনে করেন ভারতের সাবেক ব্যাটসম্যান রবি শাস্ত্রী। তবে তার চিন্তার সঙ্গে একমত নয় সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।

কেবল নির্ধারিত কিছু দেশকে নিয়ে টেস্ট হলে বিশ্ব ক্রিকেট বিপদে পড়বে মনে করেন আকাশ, ‘টেস্ট ক্রিকেট টায়ার পদ্ধতিতে হতে পারে কিন্তু শুধু শীর্ষ ছয়টি দল টেস্ট ক্রিকেট খেললে আমি মনে করি বিশ্ব ক্রিকেট বিপদে পড়বে, এমনটি টেস্ট ক্রিকেটও, যাকে আমরা বলে থাকি খুবই গুরুত্বপূর্ণ ফরম্যাট এবং কখনোই হারিয়ে যাবে না।’

শাস্ত্রীর আলোচনা প্রসঙ্গে তিনি আরও বললেন, ‘ছয়টি দেশ কে নির্ধারণ করবে, র‌্যাংকিংয়ের শীর্ষ ছয়টি দল? যদি তাই হয়, তাহলে অন্যরা কী করবে? তিনি (শাস্ত্রী) আলোচনায় বলেছিলেন যদি ছয়টি দল খেলা হয়, তাহলে নিচ থেকে অন্য দলগুলো উঠে আসতে চাইবে। কিন্তু কারা নিচের দিক থেকে আসবে, কারণ টেস্ট ক্রিকেট খেলছেই তো ছয় দল এবং অন্যরা একদমই খেলছে না।’   

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়