ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শেরপুরে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

শেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ২৫ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৭:০৯, ২৫ জানুয়ারি ২০২৩
শেরপুরে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

শেরপুরে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে শেরপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন- কালু মিয়া ও সাগর। এর আগে, মঙ্গলবার গাজীপুর ও রাজেন্দ্রপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ২০১৬ সালের ৭ মার্চ সাগর ও তার সহযোগীরা অটোরিকশা চালক আব্দুর রেজ্জাককে খুন করে একটি ইটের ভাটায় চাপা দিয়ে রাখে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে এবং সদর থানায় মামলা করে। শেরপুর জেলা ও দায়রা জজ আদালত এ মামলায় সাগরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে, পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে কালু মিয়াকে মৃত্যুদণ্ড দেন আদালত।

র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান বলেন, ‘তারা উভয়ই বিভিন্ন পরিচয়ে দেশের বিভিন্ন যায়গায় অবস্থান করছিল। বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দুজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তারিকুল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়