ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি লতিফ, সম্পাদক জামাল

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ১ ডিসেম্বর ২০২১  
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি লতিফ, সম্পাদক জামাল

সভাপতি লতিফ (বামে), সম্পাদক জামাল (ডানে)

গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নতুন নেতৃত্ব এসেছে। বুধবার (১ ডিসেম্বর) বিকেলে নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সালাম রানা ফলাফল ঘোষণা করেন।

২০২২-২৩ সালের কার্যনির্বাহী পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট কমিটির ১০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নতুন সভাপতি হয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নবরাজ পত্রিকার গাজীপুর ব্যুরো চীফ জামাল উদ্দিন।

নির্বাচিত অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন খান (দৈনিক আমাদের নতুন সময়) সহ-সভাপতি প্রভাষক মো. সাইফুল ইসলাম (দৈনিক মুক্ত খবর), যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম খান (এশিয়ান টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক সোলাইমান মোহাম্মদ (দৈনিক নয়া শতাব্দী) কোষাধ্যক্ষ জোনায়েত আকন্দ (দৈনিক সরেজমিন), দপ্তর সম্পাদক মোশারফ হোসাইন তযু (দৈনিক আলোকিত সময়), ক্রীড়া-সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক প্রভাষক মো. নূরে আলম সিদ্দিকী (দৈনিক বাংলাদেশ বুলেটিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জি: আসাদুজ্জামান বিপু (দৈনিক দেশ প্রতিদিন)।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. আবদুস সালাম রানা (দৈনিক জনতা), মো. শফিকুল ইসলাম (দৈনিক গণমুখ), শেখ সামসুল হক খোকা (দৈনিক জন সংবাদ)।

এসময়  উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তরিকুল ইসলাম, নির্বাচন কমিশনার আ. ছালাম রানা, শ্রীপুর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন,পুলিশ পরিদর্শক অপারেশন গোলাম সারোয়ার, পৌর সচিব দলিল উদ্দিন সরকার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রফিক/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়