Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৩ জুন ২০২১ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪২৮ ||  ০১ জিলক্বদ ১৪৪২

শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ২০:০৭, ১২ এপ্রিল ২০২১
শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল

দুটি টেস্ট খেলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কা পৌঁছেছে। কলম্বোতে পৌঁছার পর প্রায় এক ঘণ্টার বাস যাত্রায় বাংলাদেশ দল তাঁবু গেড়েছে নেগোম্বোতে। সেখানে দল উঠেছে সাগরপাড়ের জেটউইং বিচ রিসোর্টে।

সেখানে তিন দিনের রুম কোয়ারেন্টাইন করবে দল। হোটেলে পৌঁছার পর বাংলাদেশ দলের প্রথম পিসিআর টেস্ট করানো হয়েছে। তিন দিন পর করানো হবে দ্বিতীয় টেস্ট। এরপর ক্রিকেটাররা অনুশীলনে নামতে পারবেন।

১৭-১৮ এপ্রিল কাতুনায়েকেতে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কোভিডের কারণে শ্রীলঙ্কা কোনও নেট বোলার সরবরাহ করতে পারবে না। এজন্য বড় স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কা গেছে বাংলাদেশ।

দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ। প্রসঙ্গত, সিরিজে স্পন্সর হয়েছে বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘ওয়ালটন শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ।’

প্রাথমিক দল:

মুমিনুল হক, লিটন দাশ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান সোহান।

আরও খবর...

অভিষেকের ঠিকানায় নাফীসের আরেক ‘অভিষেক’

চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়