ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

শ্রীলঙ্কায় গিয়ে করোনায় আক্রান্ত জিম্বাবুয়ের কোচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ১০ জানুয়ারি ২০২২   আপডেট: ১৯:৫২, ১০ জানুয়ারি ২০২২
শ্রীলঙ্কায় গিয়ে করোনায় আক্রান্ত জিম্বাবুয়ের কোচ

তিন ওয়ানডে খেলতে এখন শ্রীলঙ্কায় জিম্বাবুয়ে। কিন্তু প্রথম দুই ম্যাচে তারা পাচ্ছে না কোচ লালচাঁদ রাজপুতকে। সোমবার (১০ জানুয়ারি) সফরকারী দলের এক অফিসিয়াল নিশ্চিত করেছেন, সফর শুরুর আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।

শ্রীলঙ্কার শীর্ষ ক্রীড়া চিকিৎসক অর্জুনা ডি সিলভা বলেছেন, রাজপুতের কোনো উপসর্গ ছিল না। তারপরও একটি হোটেলে আইসোলেশনে পাঠানোর আগে এক হাসপাতালে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডি সিলভা এএফপিকে বলেছেন, ‘আমরা কিছু রুটিন টেস্ট করছি এবং তিনি হোটেলে ফিরে যেতে পারবেন। ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে, তার মানে প্রথম দুটি ম্যাচে থাকবেন না তিনি।’

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ১৬, ১৮ ও ২১ জানুয়ারি হবে তিন ওয়ানডে। ডি সিলভা বলেছেন, জিম্বাবুয়ে দলের অন্যরা টেস্টে নেগেটিভ হয়েছেন এবং পরিকল্পনা অনুযায়ী অনুশীলন করতে পারবেন।

শ্রীলঙ্কায় ওয়ানডের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টিও খেলার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু আসন্ন অস্ট্রেলিয়া সফর সামনে রেখে তা বাতিল করেছে লঙ্কানরা। তাসমান পারের দেশে ১১ থেকে ২০ ফেব্রুয়ারি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়