ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শ্রীলঙ্কা সিরিজ খেলা হচ্ছে না তাসকিন-শরিফুলের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ১৭ এপ্রিল ২০২২   আপডেট: ২০:০৩, ১৭ এপ্রিল ২০২২
শ্রীলঙ্কা সিরিজ খেলা হচ্ছে না তাসকিন-শরিফুলের

চোট নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আসেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাসকিন ডারবানে প্রথম টেস্ট খেললেও শরিফুল শুধু ওয়ানডে সিরিজে ছিলেন। তাদের দুজনের মাঠে ফেরার অপেক্ষা আরো দীর্ঘ হচ্ছে। দুই পেসার এখনও চোট থেকে সেরে উঠেননি। বরং পুরোপুরি সেরে উঠতে তাসকিনকে পাঠানো হবে ইংল্যান্ডে, শরিফুলের লাগবে অস্ত্রোপচার। এজন্য শ্রীলঙ্কা সিরিজে তাদের দুজনকে পাওয়া যাচ্ছে না।

বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ খবর নিশ্চিত করেছেন। রোববার মিরপুরে তিনি বলেছেন, ‘তাসকিন ও শরিফুলকে পাওয়া যাবে কি না এ নিয়ে সন্দেহ আছে। কারণ তাসকিনের একটা কাঁধের ইস্যু আছে। আমরা শিগগিরই তাকে বাইরে পাঠাতে পারি। মানে যত তাড়াতাড়ি সম্ভব।’

তাসকিন ভুগছেন কাঁধের চোট। ডারবানে প্রথম টেস্টে চোটের কারণে শতভাগ দিয়ে বোলিং করতে পারেননি ডানহাতি পেসার। জালাল ইউনুস বললেন, ‘আমরা এটাকে (তাসকিনের চোট) প্রপারলি এড্রেস করছি। ইতোমধ্যে সে কনভেনশনাল ট্রিটমেন্টে আছে। কিন্তু এটায় যদি বেশি সময় লাগে, সেজন্য বিকল্প কোনো চিকিৎসা যদি থাকে, আমরা ইংল্যান্ডের কথা বলছি। যদি প্রয়োজন হয় তাকে আমরা বাইরে পাঠিয়ে দিব। শ্রীলঙ্কা সিরিজে তাকে পাওয়ার সম্ভাবনা নেই।’

গোড়ালির সমস্যায় থাকা শরিফুল তার চোট থেকে সেরে উঠেছেন। তিনি ভুগছেন অন্য একটি শারীরিক সমস্যায়। সেজন্য প্রয়োজন অস্ত্রোপচারের। তাকে দ্বিতীয় টেস্টে পাওয়ার ক্ষীণ আশা আছে বললেন জালাল ইউনুস, ‘শরিফুলের অস্ত্রোপচার লাগবে। এজন্য তাকে পাওয়া যাচ্ছে না। তবে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যেতেও পারে।’

পেসারদের ওয়ার্কলোড নিয়ে বিসিবি নতুন করে ভাবছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৩ সালে আছে ওয়ানডে বিশ্বকাপ। পেসারদের সতেজ ও ইনজুরিমুক্ত রাখতে বিরতি দিয়ে খেলানোর পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে বিসিবি। জালাল ইউনুস বললেন সেই কথা, ‘২০২২ সালে অনেক খেলা আছে, ২০২৩ সালে বিশ্বকাপ (ওয়ানডে)। কীভাবে খেলোয়াড়গুলো ম্যানেজ করব। এই লেভেলে চলে এসে স্কিপ করতে পারবেন না। প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তাদের বিশ্রাম গুরুত্বপূর্ণ। তাসকিন, শরিফুল এরা কিছু ইনজুরড। বেশিরভাগ পেসাররা ইনজুরিপ্রবণ। এটা থেকে মুক্ত রাখতে কীভাবে ম্যানেজ করা যায়, কীভাবে ইনজুরিগুলো ম্যানেজ করা যায়, সেটা আমরা পরিকল্পনা করছি।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়