Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১১ মে ২০২১ ||  বৈশাখ ২৮ ১৪২৮ ||  ২৮ রমজান ১৪৪২

সংবাদকর্মীদের আনন্দ ভ্রমণ

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ২৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংবাদকর্মীদের আনন্দ ভ্রমণ

শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানের সামনে সংবাদকর্মীরা

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ : ব্যস্ত জীবনে একটু অবকাশ ও আনন্দভ্রমণের মৌসুম এখন। সুযোগটি বেশ উপভোগ করলেন বাহুবলের মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।

তৃণমূলের সংবাদকর্মীরা মিরপুর বাজার পয়েন্ট থেকে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে হইহুল্লোড়ে একদিনের আনন্দ কুড়িয়ে এলেন।

সোমবার সকাল ১০টায় শুরু বাসযাত্রা। বাস ছুটে চলল শ্রীমঙ্গলের পথে। এরই মধ্যে বাসে লটারির টিকেট বিক্রির পালাও চলল। ‘মুচাই’ এলাকা অতিক্রম করে বাস এসে থামল ফয়জাবাদ বধ্যভূমির কাছে। একটু বিরতি, বধ্যভূমি পর্যবেক্ষণ করেই ফের যাত্রা, এবার বাস দাঁড়াল আলিয়ারছড়ার প্রবেশমুখে থাকা চা-কন্যার ভাস্কর্যতে। তারপর শ্রীমঙ্গল বধ্যভূমিতে। সেখান থেকে সোজা গ্র্যান্ড সুলতানে। এখানে কিছুক্ষণ যাত্রা বিরতি দিয়ে প্রকৃতির লীলাভূমি লাউয়াছড়া জাতীয় উদ্যানে।

এর আগেই লটারির টিকেট বিক্রি হলো ১০০টি। সিদ্ধান্ত ছিল উদ্যানে লটারি ড্র হবে। কিন্তু উদ্যানের সবুজ প্রকৃতি আর বন্যপ্রাণির বিচরণ দর্শণে সবাই আনন্দে আত্মহারা। থমকে যায় খাওয়া-দাওয়া আর লটারি ড্র।

অনেকক্ষণ ঘুরাফেরায় যেন দুপুর পেরিয়ে যায়। সময়ের প্রতি লক্ষ্য রেখে সবাই বাসে উঠে ফের শ্রীমঙ্গল বধ্যভূমির কাছে এসে খাবার সেরে নিলেন। তখন প্রায় বিকেল। সবার পরামর্শক্রমে লটারি ড্র দেওয়ার স্থান নির্ধারণ করা হলো  চা-কন্যার ভাস্কর্যস্থল।

কাঙ্খিত লটারি ড্র হলো। বিজয়ীদের হাতে তুলে দেয়া হলো একে একে ১১টি পুরস্কার। টিকেট ক্রয় করলেও সবাই পেলেন না পুরস্কার। মন খারাপ করে যেতে হবে বাড়ি। এ সময় সমাজসেবক লায়ন জমিলুন্নবী ফয়সলের সৌজন্যে সবাইকে মগ উপহার দেওয়া হলো। উপহার নিয়ে বাসে উঠে সবাই ফিরে এলেন গন্তব্যে।

আনন্দ ভ্রমণে  অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাবেদ আলী, সহ-সভাপতি  মো. সমুজ আলী রানা, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক লায়ন জমিলুন্নবী ফয়সল, মিরপুর ব্যকস’র সহ-সাধারণ সম্পাদক মো. কদর আলী, দৌলত ব্রিকসের স্বত্ত্বাধিকারী মো. শাহীন মিয়া, মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দিদার এলাহী সাজু,  নির্বাহী সদস্য সিদ্দিকুর রহমান মাসুম, মো. মামুন চৌধুরী, শারমিন জাহান লিপি, তোফায়েল আহমেদ মনির, আজিজুর রহমান সোহেল, সমাজসেবক মো. ফরিদ আহমেদ, মিরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য নুরুল আমিন শাহজাহান, শেখ আনিছুর রহমান, এম সাইফুর রহমান, নুর উদ্দিন সুমন, সৈয়দ মাহমুদ জামিল, জমির আলী, এনামুল হক, এমদাদুল হক শামীম,  নূরজাহান আক্তার রীমা প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ হবিগঞ্জ/২৫ জানুয়ারি ২০১৭/মামুন চৌধুরী/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়